Main Menu

জেলা পরিষদ নির্বাচন

শ্রীপুরে জেলা পরিষদ নির্বাচনে সরে দাঁড়ালেন আরজান

magura-pic-26-12

শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
আসন্ন জেলা পরিষদের নির্বাচনে শিকদার শফিকুল ইসলাম বাদশাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরজান বিশ্বাস বাদশা। সোমবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি শিকদার শফিকুলকে এ সমর্থন জানান। এতে করে এ নির্বাচনী এলাকায় আর কোন প্রতীদ্বন্দ্বী প্রার্থী রইলো না।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল, ৪ নং শ্রীপুর ও ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন নিয়ে গঠিত নির্বাচনী এলাকার সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে আরজান বিশ্বাস সরকার দলীয় প্রার্থী শিকদার শফিকুল ইসলাম বাদশার তালা প্রতীকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।
আরজান বিশ্বাস জানান, দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দলের মনোনীত প্রার্থী শিকদার শফিকুল ইসলামকে সমর্থন ও তালা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহার করলেন।
এ ব্যাপারে শিকদার শফিকুল ইসলাম বাদশা জানান, দলের আমাকে মনোনয়ন দিয়েছে। আরজান বিশ্বাস দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই।

রূপক/ নজরুল/মাগুরাবার্তা/ ২৬ ডিসেম্বর






Comments are Closed