স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় আজ মঙ্গলবার একই সাথে ৩ সন্তান প্রসব করেছেন এক গৃহবধু। মাগুরা শহরের ভিআইপি ক্লিনিকে ৩ সন্তানের জন্ম দেন মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামের সুজাতা বিশ্বাস। প্রসবকৃত নবজাতক সন্তানদের মধ্যে ২টি ছেলে একটি মেয়ে।
এ বিষয়ে ভি আই পি ক্লিনিকের ব্যবস্থাপক শামীম-উজ-জামান জানান, গত ১০ ডিসেম্বর রাজপাট গ্রামের কৃষক সুজন বিশ্বাসের স্ত্রী সুজাতা বিশ্বাস প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হন। আজ মঙ্গলবার সকালে সিজারিয়ানের মাধ্যমে একই সাথে এ ৩ নবজাতকের জন্ম হয়। সিজারিয়ান করেন ক্লিনিকের সার্জন ডা. শহিদুর রহমান।
নবজাতকের বাবা সুজন বিশ্বাস জানান, তার ২ বছর আগে তাদের প্রথম সন্তান তার স্ত্রীর প্রসুতিকালীন অবস্থাতেই মারা যায়। এ কারণে এবার সন্তান ধারণের পর থেকেই তার স্ত্রী ও তিনি নিজে খুব দুশ্চিন্তায় ছিলেন। এ পরিস্থিতিতে সুস্থ সন্তান জন্ম নেয়াটাই তাদের কাছে বড় পাওয়া। এখানে সংখ্যা কোন বিষয় নয়। তারা ৩ টি বাচ্চাকেই ভালোভাবে বড় করে তুলতে চান। একই অভিব্যক্তি স্ত্রী সুজাতা বিশ্বাসের। তারা সবার কাছে  আশির্বাদ চেয়েছেন।
এ বিষয়ে ওই ক্লিনিকের সার্জন ডা. শহীদুর রহমান বলেন, ‘৩ নবজাতকের মধ্যে ২ জনের ওজন প্রায় ৩ কেজি করে। অন্যটির ওজন ২ কেজি। প্রসুতি সুজাতা বিশ্বাস সুস্থ আছেন। ৩ নবজাতকের প্রত্যেকেই সুস্থ আছে। কারো শরীরেই এখনো কোন সমস্যা দেখা দেয় নি’।