স্টাফ রিপোর্টার

বাকদেবী শ্রী শ্রী সরস্বতী পুজা উপলক্ষে শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাগুরায় অনুষ্ঠিত হয়েছে অন্যরকম ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যায় শহরের নতুনবাজার নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবা আশ্রমে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

শুরুতে তুলশী আরতি, গোপাল আরতীর পর শুরু হয় মূল অনুষ্ঠান। এতে পৌরহিত্য করেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস চঞ্চল বাবাজী মহারাজ।Magura-1

অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেবশর্মা, আইটি সেকশনের প্রোগ্রামার মিহির কুমার মিত্র, সাংবাদিক অরুন শীলসহ কয়েকশত ভক্ত দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় প্রায় ২৫ জন শিশু শিল্পী বিভিন্ন ধর্মীয় আঙ্গিকের ভজনের সাথে নৃত্য পরিবেশন করে ভক্তদের মোহিত করে। এর পর বাংলাদেশ বেতারের শিল্পী মিতুল দাসসহ স্থানীয় শিল্পীরা ভজন, কীর্ত্তন ও হারানো দিনের বাংলা গান পরিবেশন করেন।

উল্লেখ্য সকালে আশ্রমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় দেবী স্বরসতীর পুজা ও অঞ্জলী প্রদান।