বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় জাতীয় যুব দিবস উপলক্ষে ৪ কিলোমিটার খাল পরিষ্কার করা কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। আজ সোমবার সকালে সদরের মাগুরা-যশোর মহাসড়কের পাশে মঘি ইউনিয়নের এক কিলোমিটার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে’সহ অন্যরা। এ কর্মসূচিতে মাগুরা পৌরসভা, বিডিক্লিন, রেড ক্রিসেন্ট, গ্রাম পুলিশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে জেলার চার উপজেলার মোট ৪ কিলোমিটার খাল পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন হয়।