বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অ‌ভিযা‌ন শুরু হয়েছে। সোমবার সকাল থেকে শহরের একতা কাঁচা বাজার সহ নিত্যপ্রয়োজনীয় দোকানগুলোতে যৌথ অভিযান চালিয়ে মূল্য তালিকা কারচুপি ও অধিক মূল্য গ্রহণ করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে মূল্য নিয়ন্ত্রণে গঠিত এ টাস্ক ফোর্স  ।
সোমবার সকাল ১০ টায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মাগুরা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  লেফটেন্যান্ট মোহাম্মদ শাহরিয়ার হক, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানসহ অন্যরা । অভিযানে জেলা কৃষি বিপণন অফিস, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।