বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
২০০৬ সাল ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ময়দান নিহতদের স্বরণ ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মাগুরায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্ররীতে এই
আয়োজন করা হয়। 

জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের এর সভাপতিত্বে সংগঠনের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন প্রধান অতিথি ছিলন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের পৌর আমীর আশরাফুল আলম, সাবেক ছাত্র শিবির নেতা ফারুক হাসন প্রমূখ। 

বক্তারা বলেন, ২০০৬ সালে চার দলীয় জোট সরকার সাংবিধানিক ভাবে তত্তাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করেছিল। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামীলীগ নিজেদের পেশী শক্তির বলে ক্ষমতায় যেতে ঐ বছর ২৮ অক্টাবর বাংলাদেশ জামায়াতে ইসলামির কর্মীদেরকে বিভিন্ন সমাবশে হামলা চালিয়ে অসংখ্য জামায়াত নেতাকর্মীদের নিহত ও আহত করে। এসময় বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান।