বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সোহান হত্যা মামলায় নাম জড়ানো কে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। মাগুরা সদর হাসপাতালে ভর্তি আহতরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত শ্রীপুর উপজেলা সদরের সোহান শেখ হত্যা মামলায় সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাব্বির হোসেনের নাম জড়ানো কে কেন্দ্র করে কয়েক দিন ধরে ইউনিয়ন বিএনপি নেতা নালী মোল্লা ও আলাম মোল্লার গ্রুপের সাথে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মারুফুল শেখের বিরোধ চলে আসছিল। গতকালক বুধবার বিকেলে বিএনপি নেতা মারুফুলের বৃদ্ধ পিতা আয়েন উদ্দিন শেখকে মারপিট করে অপর প্রতিপক্ষ বিএনপি নেতা আলাম মোল্লার লোকজন। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে দু গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে ফরিদপুর মেডিকেল কলেজে ১৩ জনকে মাগুরা সদর হাসপাতাল ও বাকিদের ফরিদপুরসহ স্থানীয়ভাবে চিকিৎসা চলছে ।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে উভয়পক্ষকে নিবৃত করে। বর্তমানে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।