বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় ইজিবাইক চালক অন্তর হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে বুনাগাতি ডিগ্রী কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্তর হত্যার পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। মানববন্ধনে জানানো হয়, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বুনাগাতী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসিবুল মোল্ল্যার মাদক ব্যবসার তথ্য জেনে যাওয়া ইজিবাইক চালক অন্তরকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। এঘটনায় অন্তরের পরিবারের পক্ষ থেকে হাসিবুলসহ কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রথম দিকে পুলিশি তদন্ত চলে। কিন্তু তা সঠিক না হওয়ায় বাদির আবেদনের প্রেক্ষিতে পিবিআই তদন্তে যায়। যা এখনো অব্যাহত রয়েছে। আসামীদের মধ্যে হাসিবুল রয়েছে জেল হাজতে বাকিরা পলাতক। মানববন্ধনে বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি অন্য আসামীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্ধেগ প্রকাশ করা হয়। মানববন্ধনে আরো জানানো হয় হত্যা মামলার পলাতক আসামীরা আত্মগোপনে থেকে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে নিহত আন্তরের পরিবারকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে।