বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
বিশ্ব নদী দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর পক্ষ থেকে মাগুরা জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করা হয়েছে।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এই স্বারকলিপি গ্রহন করেন। স্মরকলিপি প্রদান করেন,”গ্রীন ভয়েসের”সভাপতি মোঃ কাজল ইসলাম, উপদেষ্টা ইমরান নাজির।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো শুধু প্রাকৃতিক নয়, অর্থনীতি, সংস্কৃতি, পরিবহন ও জীবিকার মূল চালিকা শক্তি। বাংলাদেশের নদীগুলো বর্তমানে বহুমুখী সংকটের মধ্যে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উজানে বাঁধ নির্মাণ, দেশের অভ্যন্তের নদী দখল, দূষণ, ভাঙন এবং পানি প্রবাহের সংকট। এসব সমস্যার ফলে নদীগুলো চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এছাড়া ভারতের একতরফা বাঁধ ও ড্যাম নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যায়, যা বাংলাদেশের নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
২০২৪ এর “আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের ন্যায্যা অধিকার” এই প্রতিপাদ্যের পাশাপাশি দেশের অভ্যন্তরে যে সকল নদ-নদী, জলাশয় দখল, দূষণের কবলে পড়েছে তা রক্ষায় ২০১৩ এর জাতীয় নদী রক্ষা কমিশনের যে সুনির্দিষ্ট আইন, বিধি তৈরি হয়েছে তা বিবেচনা করতে বলা হয়। এই সব আইন ও প্রশাসনিক বিধিবিধান ব্যবহার করে গড়াই নদী, নবগঙ্গা নদী, ফটকী নদী, হানু নদী, আলমখালী নদী, মধুমতী নদী, কুমার নদ, চিত্রা নদী, বেগবতী নদী, খাল ও জলাশয়ের রক্ষায় সুদৃষ্টি কামনা করা হয়।
এবিষয়ে জেলা প্রশাসক এলাকার সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সকলের সহযোগীতা কামনা করেন।