বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে সঞ্জয় কুন্ডু নামে এক সাবেক সাংবাদিকের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ঢাকার বেশ কিছু জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করা সঞ্জয় কুন্ডু বর্তমানে একটি সরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পরিবারের সকল সদস্যই চাকরি সূত্রে ঢাকায় অবস্থান করায় গ্রামের বাড়িটি তালাবদ্ধ ছিল। এ ব্যাপারে শুক্রবার দুপুরে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় কুন্ডুর বড় ভাই ধীরাজ কুমার কুন্ডু। লিখিত অভিযোগে তারা জানান, চাকরি সূত্রে তাদের বাড়ির সকল সদস্যই ঢাকায় অবস্থান করেন। এই অবস্থায় পার্শ্ববর্তী পুষ্পরানি নামে একজন নারী বাড়িটি দেখভাল করেন। গত (১৬ সেপ্টেম্বর ২৪) সন্ধ্যার পরে কেয়ারটেকার ওই নারী বাড়িতে তালা মেরে নিজ বাড়িতে চলে যান। পরদিন (১৭ সেপ্টেম্বর ২৪) সকালে তিনি বাড়িতে এসে দেখতে পান বাড়ির দরজার তালা ভাঙ্গা। সঙ্ঘবদ্ধ চোরচক্র তালা ভেঙে ঘরে ঢুকে ঘরের ভেতরে রাখা কাঁসা পিতলের তৈজসপত্র ও টেলিভিশন সহ কমপক্ষে ৩ লক্ষ টাকা মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানায় মোবাইলের মাধ্যমে জানানো হয়। শুক্রবার পরিবারের সবাই মিলে ঢাকা থেকে বাড়িতে ফিরে তারা পুলিশকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। এ চুরির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান সঞ্জয় কুন্ডু ও তার পরিবারের সদস্যরা ।
এ প্রসঙ্গে শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর জানান, লিখিত অভিযোগ পেয়ে থানা পুলিশের একটি টিম আজই ঘটনাস্থলে গিয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।