বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় গেল সপ্তাহের চারদিনের অতি বর্ষণে বিভিন্ন ঘের ও পুকুর ডুবে গিয়ে মৎস্য খাতের ২ কোটি ৬২ লাখ টাকার ক্ষতি নিরূপণ করেছে জেলা মৎস্য বিভাগ। ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা ক্ষতিপূরণ দাবি করেছেন। জেলায় গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত (১২ থেকে ১৫সেপ্টেম্বর) ব্যাপক বৃষ্টিপাত হয়। জেলা মৎস্য বিভাগের তথ্য মতে এতে প্রায় ৬০০ মৎস্য চাষীর ৩০৯ হেক্টর জমিতে ৩৫টি ঘের এবং ৪৪৫টি পুকুর ও দীঘি ক্ষতিগ্রস্ত হয়। জেলার চার উপজেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে ২৬টি ইউনিয়ন ও একমাত্র পৌরসভায় পুকুর ও ঘের ভেসে গিয়ে মৎস্য সম্পদের এ ক্ষতি হয়। অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যাপরিস্থিতিতে মাছের ঘেরগুলি থেকে ১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ৯৯.৫০মেট্রিক টন সাদা মাছ ভেসে গিয়েছে। একইসঙ্গে ৬৮ লাখ টাকার ১ কোটি ৫১ লাখ পিস মাছের পোনা ভেসে গেছে। পানির তোড়ে ৪৩ লাখ টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। সব মিলিয়ে জেলার প্রায় ৬ মৎস্য চাষীর মোট ২ কোটি ৬২ লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে বলে জেলা মৎস্য বিভাগ এক প্রতিবেদনে জানিয়েছে। সদরের দোয়ারপাড় এলাকার মৎস্য চাষী খোকন মোল্লা জানান, চার দিনের একটানা বৃষ্টিতে অধিকাংশ মাছের ঘেরগুলি ডুবে গিয়ে মাছ ভেসে গেছে। এ অবস্থায় তাদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা বা ক্ষতিপূরণের দাবি জানান তারা।

জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস জানান, কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা ঊর্ধ্বতনও কর্মকর্তাদের কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছি। আশা করছি মৎস্য চাষীদের কল্যাণে সরকার যেকোনো ভালো সিদ্ধান্ত নেবে।