বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর ২৪) সকালে নির্মানাধীন একটি স্কুল ভবনের ভেতর থেকে মুন্না (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের গলায় দড়ি দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুন্না মাগুরা সদরের নরসিংহাতি গ্রামের অহিদুল বিশ্বাসের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের নির্মানাধীন একটি ভবনে বেশ কিছুদিন ধরে কয়েকজন রাজমিস্ত্রির সাথে জোগালে হিসেবে কাজ করতো মুন্না। তারা সবাই রাতের বেলা সেখানেই অবস্থান করতো।
গতরাত ১১ টার দিকে অন্যান্য সবার সঙ্গে ঘুমাতে যায় মুন্না। সকালে ঘুম থেকে উঠে তার সাথে থাকা মিস্ত্রিরা তাকে খুঁজে না পেয়ে পাশের ঘরে গিয়ে সেখানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তবে কি কারণে মুন্না গলায় দড়ি নিয়েছে এসম্পর্কে কিছুই বলতে পারেনি তার সহকর্মীরা। খোঁজ নিয়ে জানা গেছে ছোটবেলায় মুন্নার মা মারা যায়। অল্প কিছুদিন আগে ছোটো ভাইটিও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে সে কিছুটা মানসিক অবসাদগ্রস্থ ছিল।