বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে শেষ হয় এ বাজার। সে সূত্রে এটিকে সূর্যোদয়ের বাজার বলা যায়। ভোরের আলো ফোটার আগে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে আসেন এই বাজারে। কোন মধ্য সত্য ভোগী না থাকায় অপেক্ষাকৃত কম দামে এখানে সবজি কেনেন ভোরের ক্রেতারা। দিনের শুরুতেই সরাসরি বিক্রি করতে পেরে কৃষকরাও উপকৃত হন। সাধারণত ভোরে স্বাস্থ্য সচেতন মানুষেরা মর্নিং ওয়াক শেষে এখানে চলে আসেন টাটকা শাকসবজি কিনতে। এখানে বাজার করে স্বস্তি পান সাধারণ মানুষ। নতুন বাজারের মসজিদ সড়কটিতে রাস্তার দুপাড়ে বসে এ বাজার। পুরুষদের পাশাপাশি বাজারের অধিকাংশ ক্রেতাই স্বাস্থ্য সচেতন নারীরা। কিন্তু সম্প্রতি বাজারের ইজারাদারদের স্বেচ্ছাচারিতায় বাজারটি তার জৌলুষ হারাতে বসেছে। ইজারাদারদের নির্দেশমতো বাজারটি বসতে হচ্ছে নতুন বাজার সবজি মার্কেটের চিকন গলিতে। ফলে গাদাগাদি করে অস্বস্তির মধ্য দিয়ে কেনাবেচা করতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। এ বাজারে বাজার করতে আসা মহসিনা বেগম, রুমানা আক্তার সহ একাধিক নারী ক্রেতা জানান, সকালে হাঁটাহাঁটি শেষে এই বাজার থেকে টাটকা সবজি কিনে আমরা বেশ স্বস্তিতেই ছিলাম। হাটের ভেতরে মসজিদ সড়কের রাস্তার দু’ধারে বেশ ফাঁকাঝোকা ভাবেই চলছিল এ বাজারটি। কিন্তু গত কয়েকদিন হল বাজারটি একটি গলির ভেতরে নিয়ে বসানো হচ্ছে। এতে গাদাগাদির কারণে আমরা অস্বস্তিতে থাকছি। বাজারটি আগের স্থানে নেয়ার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
বাজারের সবজি বিক্রেতা নরিহাটি গ্রামের আব্দুল আলিম, শিবরামপুরের মমিনুল ইসলামসহ অধিকাংশ কৃষকরা জানান, ভোরে নিজেদের ক্ষেত থেকে সবজি তুলে এখানে এসে বিক্রি করে দুটো পয়সা পাই। সেইসঙ্গে মানুষকে বিষমুক্ত টাটকা সবজি খাওয়াতে পেরে আমরা আনন্দ পাই। কিন্তু সম্প্রতি বাজারটিকে ভেতরের গলিতে নিয়ে যাওয়ার কারণে এখন অনেকেই বাজারে ঢুকতে স্বস্তি পাচ্ছেন না। ফলে আমাদের বিক্রি কমে গেছে। প্রতিদিন আমরা ইজারাদারদের ইজারার টাকা ঠিকই দিচ্ছি। কিন্তু তারা আমাদের ইচ্ছামত এখান থেকে সেখানে টেনে নিয়ে বেড়াচ্ছে। আমরা এই বাজারের জন্য একটি নির্দিষ্ট স্থায়ী জায়গা চাই।
এ বিষয়ে ইজারাদার আব্দুল লতিফ জানান, মূল সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পৌর কর্তৃপক্ষের অনুরোধে বাজারটি হাটের ভেতরে নেয়া হয়েছে । তবে আগামীকাল শুক্রবার থেকে বাজারটি নতুন বাজার পান বাজারের খোলা জায়গায় বসানোর জন্য তিনি কাজ করবেন।
মাগুরা/ ১২ সেপ্টেম্বর ২৪