রিপোর্টার, মাগুরাবার্তা
মাগুরায় মাগুরায় মুক্তিযোদ্ধার সন্তান ও শহীদ মুক্তিযোদ্ধার ভাই সাংবাদিক আহাম্মদ আলী কে কুপিয়ে যখন করেছে দুর্বৃত্তরা । মঙ্গলবার রাতে এক মুক্তিযোদ্ধার জানাজায় যাওয়ার পথে ‘দৈনিক এই বাংলা’ নামে ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আহম্মদ আলী কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তের দল। তিনি একসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও মাগুরা পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদ খন্দকারের পুত্র মুক্তিযুদ্ধে শহীদ রাশেদের ভাই । IMG-20240911-WA0007
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে মাগরিবের নামাজ শেষ করে প্রতিবেশী একজন মুক্তিযোদ্ধার জানাজায় যাওয়ার জন্য রওনা দিয়ে হাসপাতাল পাড়ায় অবস্থিত আল- আহাদ ক্লিনিকের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্তরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। দুর্বৃত্তরা তার পিঠ, মাজা, উরু ও পায়ে তাকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে গেলে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পরে কর্তব্যরত চিকিৎসাকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আহমদ আলীর বড় ভাই খন্দকার মোহাম্মদ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কে বা কারা কি জন্য আমার ভাইয়ের উপর হামলা করেছে এ ব্যাপারে তিনি কিছু জানেন না।তিনি বলেন, বর্তমানে আমি আমার ভাইয়ের সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। যারা এই কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।magura jurnalist ahmed ali pic 2
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান – বিষয়টি আমরা জেনেছি। ভিকটিমদের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কারা এর সঙ্গে জড়িত এবং কি কারণে এ ধরনের হামলা ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখা হবে ।

মাগুরা / ১১ সেপ্টেম্বর ২৪