মাগুরা প্রতিনিধিঃ মাগুরাবার্তা
মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরে স্থানীয় বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা বাজির অভিযোগে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা।
মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আহবায়ক মইমুর আলী মৃধার সভাপতিত্বে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী উপজেলা সদরের টেম্পো স্ট্যান্ড এলাকায় সমাবেশ করে। সমাবেশ থেকে বক্তারা বলেন, মোহাম্মদপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খান বাচ্চু এবং মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আজম সাবু কর্তৃক শুধুমাত্র ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য বিভিন্ন গ্রামে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিচ্ছে। এতে বর্তমান অবস্থায় বিএনপি’র ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। একইসঙ্গে এসব নেতারা সাবেক আওয়ামী সরকারের সুযোগ-সুবিধা ভোগ করে বর্তমানে দলের ভিতরে বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি ।
তবে অভিযুক্ত মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু দাবি করেন- দলের মধ্যে একটি অংশ তার জনপ্রিয়তা ও দলের প্রতি তার বিশ্বস্ততায় হিংসার বহিঃপ্রকাশ থেকেই তার বিরুদ্ধে এই মানববন্ধন করেছেন। উপরন্তু তিনি দাবি করেন মোহাম্মদপুর উপজেলা বিএনপির বর্তমান নেতৃবৃন্দ আগস্ট এর রক্তক্ষয়ী সংঘর্ষের সময় আওয়ামী লীগের পক্ষে সশস্ত্র অবস্থান নেয়া তাদের আত্মীয়-স্বজনকে মামলা থেকে বাঁচাতে তার বিরুদ্ধে মানহানিকর সমাবেশ করছে। তিনি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে এ বিষয়ে বিচার দাবি করেছেন।