স্টাফ রিপোর্টার,মাগুরাবার্তা
‘হিন্দুদের একটা বাড়িতে আগুন লাগালে দশটি বাড়ির মানুষকে বেরিয়ে আসতে হবে। যে আগুন লাগাবে তার হাত ওই আগুনেই পুড়িয়ে দিতে হবে। বিএনপি পাশে থাকবে। বিএনপি’র কেউ এর সঙ্গে জড়িত হলে তাদেরকে বহিষ্কারসহ শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে অনেককেই শাস্তির আওতায় আনা হয়েছে।

মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর মহাশ্মশান আশ্রম প্রাঙ্গণে আজ শনিবার ‘সুরক্ষা সম্প্রীতি সমাবেশে’এসব কথা বলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুন রায় চৌধুরী।
আশ্রম কমিটির সভাপতি অ্যাডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে ঢাকার রাজপথের অগ্নিকন্যা খ্যাত জনপ্রিয় নেত্রী ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর বক্তব্য সবাইকে আকৃষ্ট করে। মাগুরার মেয়ে হিসেবে তার এই দৃঢ় অবস্থানকে স্বাগত জানান উপস্থিত সনাতন সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ। এ সুরক্ষা ও সম্প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায় চৌধুরীসহ নেতৃবৃন্দ। বক্তারা বিপ্লব পরবর্তী সময়ের হিন্দু সম্প্রদায়ের উপরে হামলাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করার আহ্বান জানান।