মাগুরাবার্তা
জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে মাগুরায় মানববন্ধন, সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মাগুরা জেলা সংসদ। শুক্রবার (৬ সেপ্টেম্বর ২৪) সকাল দশটায় শহরের চৌরঙ্গী মোড়ে উদীচীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় মানববন্ধন করা হয়। ‘জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো, কন্ঠে ধরো ‘ এই প্রতিপাদ্য নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, সাবেক সভাপতি ডা. কাজী তারিফুজ্জামান, সহ-সভাপতি এ বি এম আসাদুর রহমান , সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীসহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের শিল্পী কর্মীবৃন্দ। মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে গিয়ে জাতীয় সংগীত পরির্বতনের জন্য দেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান।