বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা থেকে ১২ মেট্রিক টন খাবার নিয়ে বন্যার্তদের মাঝে আগামীকাল (৩০ আগস্ট) শুক্রবার রওনা দেবে স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরী। এজন্য দিনরাত পরিশ্রম করছে সংগঠনটির সদস্যবৃন্দ।
দেশের বিভিন্ন দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজসেবকমূলক সংস্থা পাঞ্জেরী রয়েছে সরব উপস্থিতি। এরই ধারাবাহিকতায় এবারের বন্যার্তদের সাহায্য এগিয়ে এসেছে সংস্থাটি। ২০১৭ সালে দিনাজপুরে ও ২০১৯ সালে কুড়িগ্রামের বন্যার্তদের সহযোগিতা করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাঞ্জেরি এবার যাচ্ছে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার সোনাপুর ইউনিয়নের প্রত্যান্ত গ্রামে।
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রলালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে মাগুরায় অবস্থিত, মা-৬৪৪/২০১১ নম্বরে নিবন্ধনকৃত সমাজ সেবামূলক সংস্থা পাঞ্জেরী, মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ২০০৭ সাল থেকে।
সংস্থার সদস্যদের উদ্যোগে ও অক্লান্ত পরিশ্রমে নিজেদের অনুদানে এবং এলাকা ও এলাকার বাইরের কিছু হৃদয়বান ব্যক্তির আর্থিক সহযোগিতায় প্রায় ১২ মেট্রিক টন খাদ্য সামগ্রীসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, চিড়া, বিস্কুট, পানি এবং সুজি, গুড়া দুধ ও চিনির মত শিশু খাদ্য। । এছাড়াও রয়েছে খাবার স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ, মোমবাতি,দিয়াশলাই৷
পাঞ্জেরীর সভাপতি জনাব গোলাম রাহীদের সার্বিক তত্ত্বাবধানে সাধারন সম্পাদ জনাব বেলাল হোসেনের সক্রীয় উপস্থিতিতে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহ-সভাপতি মো: আমির হোসেন বাপ্পি, জনাব ইউসুফ আলী, আশহাবুল, হাসিবুল, হুরায়রাসহ অনেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় মা-বোনেরাও বাড়ি বাড়ি গিয়ে চাউল,ডাউল, নগদ টাকা কালেকশন করে পাঞ্জেরীর তহবিলে জমা করেন৷
উল্লেখ্য মাগুরাতে কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তি ত্রাণ-বিতরণের জন্য অর্থ করলেও তাদের পক্ষে কাঙ্ক্ষিত অর্থ কালেকশন করতে না পারায় পাঞ্জেরী সাথে যুক্ত হন৷ তার মধ্যে রয়েছে প্রিয় মাগুরা ফেসবুক গ্রুপ, পারনান্দুয়ালী-বৈরনতৈল এর যুবকবৃন্দের মতো সংগঠন।
মাগুরা/ ২৯ আগস্ট ২৪