প্রতিনিধি, মাগুরা
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  মাগুরা ডি আইও-১ মোঃ আজিজুর রহমানের সঞ্চালনায় অর্থসহ কুরআন  তেলোয়াতে করেন  অধ্যপক মোঃ রবিউল ইসলাম।   পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা’র (পিপিএম বার)  এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ কালিমুল্লাহ, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য আব্দুল মতিন,জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, মাগুরা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম, শালিখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন,শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, সদর দক্ষিণ শাখা জামায়াতের আমীর মাওলানা শফিকুল ইসলাম বাচ্চু, মহম্মদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম। এ সময় জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মুবাশ্বের হোসেন, এ এস পি শালিখা সার্কেল মোঃ মুস্তাফিজুর রহমান, মাগুরা সদর থানার ওসি মোঃ মেহেদী হাসান,শালিখা থানার ওসি মোঃ নাসিরুল ইসলাম, ডিবি’র এস আই মোঃ শামসুজ্জোহা।
 জামায়াতে ইসলামীর  পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য  ড, আলমগীর বিশ্বাস, জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান,সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, অধ্যাপক,অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, আশরাফ হুসাইন, মোঃ সাইফুল্লাহ, মোঃ রবিউল ইসলাম, মোঃ ইব্রাহিম বিশ্বাস, আব্দুর রাজ্জাকসহ অন্যরা। সভায় বক্তরা জেলার আইন শৃঙ্খলার উন্নতিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।