বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের স্বল্প খরচে উৎপাদন ও বীজ সংরক্ষন শীর্ষক বিষয়ক কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট ২৪) বিনা মাগুরা মিলনায়তনে ৩ টি প্রশিক্ষণে জেলার ৫০+৫০=১০০ জন কৃষক-কৃষানি ও ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের গবেষক ড.মোঃ ইকরাম-উল হক। আরো বক্তব্য রাখেন বিনা মাগুরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুল্লাহ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন সহ অন্যরা। কর্মশালা থেকে কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক কৃষিকে জনপ্রিয় করতে বিনার বিজ্ঞানীদের উদ্ভাবনকে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

মাগুরা ১৮ আগস্ট ২৪