IMG-20240819-WA0014বিশেষ প্রতিনিধি: মাগুরা বার্তা
জাতীয়তাবাদী বিএনপির অংঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরা জেলা শাখার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট) বেলা ১২টায় মাগুরা শহরের ভায়না মোড় বিএনপির অফিস চত্বর থেকে বিশাল একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব মো. আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন খান, সদর থানা বিএনপির আহ্বায়ক মো. কুতুবউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল সহ অন্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, প্রচার সম্পাদক মো. নূর হোসেন জসিম ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম সহ স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ।

মাগুরা : ১৯ই আগস্ট ২৪