মাগুরায় ভাল কাজে নাগরিককে জেলা প্রশাসনের স্বীকৃতি কর্মসূচী
১৪বছরে ৪২ বার রক্তদানকারি সাদ্দামের লক্ষ সেঞ্চুরি

বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
মাত্র ১৮ বছর বয়সে এক নিকট আত্মিয়ার সিজারের প্রয়োজনে রক্ত দেয়া শুরু। সেই থেকে রক্তদানের নেশা তাকে পেয়ে বসে। এরপরের ১৪ বছরে অন্তত ৪২ বার রক্ত দান করেছেন মাগুরার শ্রীপুর উপজেলা সদরের পূর্বপাড়ার বাসিন্দা মোঃ সাদ্দাম মোল্যা (৩২)। সাদ্দাম ওই গ্রামের প্রয়াত ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম মোল্যা ও রাবেয়া বেগমের পুত্র। তার আশা জীবনের বাকি সময়ে অন্তত ১০০ জনকে রক্তদানের মাধ্যমে সেঞ্চুরি পূরণ করা। রবিবার সন্ধ্যায় মাগুরা জেলা প্রশাসন আয়োজিত ভালো কাজের স্বীকৃতি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননা স্মারক পান বর্তমানে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রে চাকুরীরত সাদ্দাম মোল্যা। এছাড়া নিজের রক্তদানের পাশাপাশি অন্তত পাঁচশ মানুষকে রক্তদানে উৎসাহিত করেছেন সাদ্দাম।
মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাছের বেগ বলেন, মাগুরা জেলার জনগণের মাঝে ভালো কাজকে উৎসাহিত করতে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ” ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দেবে জেলা প্রশাসন ” এই প্রতিপাদ্য নিয়ে নাগরিকদের ভালো কাজে উৎসাহিত করণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে নিজে রক্তদান ও অন্যদের রক্তদানে উৎসাহিত করতে সাদ্দাম মোল্যাকে এ সম্মাননা জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ‘ভালো কাজের নাগরিক অনুশীলন,স্বীকৃতি দেবে জেলা প্রশাসন’ এ ধরনের একটি বিশেষ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তাকে এ সম্মাননা স্মারক তুলে দেন মাগুরার-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিনামুল্যে দু:স্থদের খাবার দেবার জন্য ‘সেমিকলন’ নামের একটি সংগঠন এবং শালিখার বুনাগাতি ইউনিয়নকে প্রাকৃতিক উপায়ে পোকা দমনের জন্য শতভাগ জমি পার্চিংয়ের আওতায় আনার স্বীকৃতি স্বরূপ সজীব হোসেন নামে এক উপসহকারি কৃষি কর্মকর্তাকে সম্মননা দেয়া হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেক কেটে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এস. এম আব্দুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরে আলমসহ অন্যরা। প্রথম দিনে একটি প্রতিষ্ঠানসহ ৩ জনকে সম্মাননা স্মারক দেয়া হলো। যা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
রূপক /মাগুরা / ২৭মার্চ ২৩
Comments are Closed