মাগুরায় সোনার দোকানে চুরি; ২২ ভরি সোনা সহ গ্রেফতার ছয়

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা শহরের সোনাপট্টিতে গত শুক্রবার রাতে অভিনব কায়দায় সুরঙ্গ খুঁড়ে দুর্ধর্ষ চুরির সঙ্গে জড়িত ছয় পেশাদার চোরকে ঘটনার একদিনের মাথায় গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া অলংকারের মধ্যে ২২ভরি ১০ আনা সোনা ও ২৯০ ভরি রূপার অলংকারসহ নড়াইলের লোহাগড়া ও বাগেরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত আন্তজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ এসব তথ্য জানান পুলিশ সুপার মসিউদ্দৌলাহ রেজা।
মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে দুপুরে ওই প্রেস ব্রিফিং এ পুলিশ আরও জানায় – পেশাদার চোর চক্রটি গত ১৫ দিন ধরে মাগুরা শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করে সোনাপট্টির ওই দোকানগুলির উপরে নজর রাখছিল। বৃহস্পতিবার রাতে কোন এক সময় বিনোদপুর জুয়েলারির তালা ভেঙে ভিতরে ঢুকে বাইরে থেকে তালা আটকে দেয় তারা। এ সময় তারা ঘরের ভেতরে অবস্থান করে কৌশলে সুরঙ্গ করে পাশের বৈদ্যনাথ জুয়েলারীর ভেতরে ঢোকে। এ সময় তারা প্রায় ৫০ ভরি সোনা চুরি করে বলে অভিযোগ করে জুয়েলারী কর্তৃপক্ষ। শুক্রবার রাতে ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দেয় জুয়েলারী মালিকরা। খবর পেয়ে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশিষ কর্মকার এর তত্ত্বাবধানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জব্বারুল ইসলাম এর নেতৃত্বে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, ডিজিটাল মাধ্যম ও বিভিন্ন উপায় অবলম্বন করে অভিযান শুরু করে। এ সময় তারা নড়াইলের লোহাগড়া ও বাগেরহাট সদর থানা এলাকায় থেকে পেশাদার চোর চক্রের সদস্য শহরের পুলিশ লাইন পাড়ার শহর আলীর ছেলে মিরাজুল ইসলামকে নড়াইলের লোহাগড়া থেকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে নড়াইলের লোহাগড়া এলাকা থেকে বৈকুন্ঠপুর গ্রামের তহম আলীর ছেলে আবুল হাসান (৫২), গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার আব্দুল আলীর ছেলে মেহেদী হাসান(৪৮), বাগেরহাটের রামপাল এলাকার কুমাইল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইয়াছিন (৫০), ঝনঝনিয়া গ্রামের আমজাদ শেখের ছেলে মোস্তাফিজুর ওরফে মামুন (৫০)ও একই গ্রামের লিয়াকত আলীর ছেলে মিন্টু শেখ (২৫)কে গ্রেফতার করে। আসামিদের কাছ থেকে প্রায় ২২ ভরি ১০ আনা স্বর্ণালংকার, ২৯০ ভরি রুপার গহনা ও ৩৪পিস ব্রোঞ্জের চুড়ি উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, চুরি, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
রূপক / মাগুরা/ ১৯ মার্চ ২৩
Comments are Closed