Main Menu

অফিসের নীচে নেমে বৃদ্ধাকে ১৭ লাখ টাকার ক্ষতিপূরণ দিলেন ডিসি নিজে

FB_IMG_1677068495663

বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার পাওনা টাকার চেক নিয়ে নিজ কার্যালয়ের নিচে নেমে এলেন জেলা প্রশাসক স্বয়ং। বুধবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অটোরিকশায় অবস্থানরত  ৯৫ বছরের বৃদ্ধা মোসাম্মৎ আনোয়ারা বেগমের হাতে ১৭ লাখ ১০হাজার টাকার চেক বুঝিয়ে দেন জেলা প্রশাসক আবু নাছের বেগ। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার অভি দাস জানান, মাগুরা- শ্রীপুর মহাসড়কে বাক সরলীকরণ ও সম্প্রসারণ প্রকল্পে পারনান্দুয়ালী গ্রামের মুন্সি খলিলুর রহমানের স্ত্রী  আনোয়ারা বেগম ও ১০ সন্তানের বেশ কিছু জমি  অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ হিসাবে তারা মোট ১ কোটি ৪২ লাখ টাকা পাওনাদার হন। বুধবার দুপুরে আনোয়ারা বেগম সহ তার সন্তানেরা পাওনা টাকার চেক নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন।  একজন ৯৫ বছর বয়সের বৃদ্ধা কার্যালয়ের নিচে অপেক্ষা করছেন এবং শারীরিক কারণে তিনি দ্বিতীয় তালায় উঠতে অপারগতার খবর পেয়ে জেলা প্রশাসক মহোদয় নিজে চেক নিয়ে নিচে নেমে আসেন। এ সময় তিনি আনোয়ারা বেগমকে মা সম্বোধন করে অটোর ভিতরে বসা অবস্থায়  তার পাওনা টাকার চেক বুঝিয়ে দেন।  বৃদ্ধা আনোয়ারা বেগম জেলা প্রশাসক এর মাথায় হাত দিয়ে তাকে দোয়া করেন। মানবিক এ  ঘটনাটি তাৎক্ষণিকভাবে সকলের নজর কাড়ে।
আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান – রাস্তা তৈরীর জন্য তার পরিবারের জমি অধিগ্রহণ হয়ে তিনি এ টাকা পেয়েছেন।  ডিসি সাহেব নিজে এসে তাকে চেক বুঝিয়ে দেয়াতে তিনি খুবই খুশি হয়েছেন।  অধিগ্রহণ হওয়া জমির ক্ষতিপূরণের টাকা বুঝে পেতে তাকে একটি টাকাও খরচ করতে হয়নি। এতে তিনি ও তার পরিবারের সবাই খুব খুশি।
মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগ জানান – মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনকে জন বান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে মাগুরা জেলা প্রশাসন। একজন প্রবীণ নাগরিকের সম্মানের কথা বিবেচনা করেই তিনি তার অফিস থেকে নিচে নেমে গিয়েছেন। তিনি বিশেষভাবে  উল্লেখ করেন,  জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা থেকে একটি টাকাও জেলা প্রশাসকের এল আর ফান্ডে জমা নেয়া হচ্ছে না।  একজন ক্ষতিগ্রস্ত মানুষও যেন কোন ধরনের হয়রানির শিকার না হন তার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় যেন সকল সেবা প্রত্যাশীদের সঠিকভাবে সেবা প্রদান করতে পারে সে প্রত্যয় নিয়েই মাগুরা জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মাগুরা শ্রীপুর বাক সরলীকরণ প্রকল্পে গত একমাসে ১৫ টি পরিবারকে তিন কোটি টাকার উপরে ক্ষতিপূরণ বুঝিয়ে  দিয়েছে মাগুরা জেলা প্রশাসন।

রূপক আইচ, মাগুরা






Comments are Closed