Main Menu

মাগুরা জেলখানায় বন্দীদের জন্য জেলা প্রশাসকের টেলিভিশন-সেলাইমেশিন বিতরণ

Magura gift for Jail Presoner Pic 2

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা জেলখানার বন্দীদের জন্য ৫টি টেলিভিশন, ২টি সেলাইমেশিনসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ প্রদান করেছেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেল সুপারের কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগ এ উপহার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপ পরিচালক মো: আশাদুল ইসলাম, জেল সুপার অভি দাশ, জেলার নূর মোহাম্মদ মৃধা, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মনিরুজ্জামানসহ অন্যরা।
এ সময় জেলা প্রশাসক বলেন, ১৭২ জন কয়েদি ধারণ ক্ষমতার মাগুরা জেলখানায় বর্তমানে ৪৮৮ জন অবস্থান করছে। বাস্তবতার কারণেই তাদের কিছুটা কষ্টে থাকতে হয়। এই বিবেচনায় কয়েদির চিত্ত বিনোদনের জন্য ও জেল খানাকে প্রকৃত সংশোধনাগারে রূপান্তরের প্রচেষ্টার অংশ হিসেবে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে জেলখানায় পুরাতন ও নষ্ট টেলিভিশন সরিয়ে ৫টি ৪৮ইঞ্চি স্মার্ট টেলিভিশন, নারী কয়েদিদের হাতের কাজ শেখার জন্য ২টি সেলাই মেশিন ও ইসলামি ফাউন্ডেশন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য বেশকিছু ধর্মীয় গ্রন্থ উপহার দেয়া হয়। তিনি বলেন, জেলখানার পরিবেশ উন্নত করতে ইতিমধ্যে জেলখানার অভ্যন্তরে ও বাইরের দিকে সকল পরিত্যাক্ত জায়গায় সবজি ও ফুলের চাষ করা হয়েছে। গত এক বছরে জেল অভ্যন্তরে ৮০জন কয়েদিকে ইলেকট্রিক ও ৬০ জনকে টেলিভিশন মেকানিক্স প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরা অনেকেই পেশাগত জীবনে সফলতা পেয়েছেন। এছাড়া এখান থেকে ধর্মীয় শিক্ষা নিয়ে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ও বিভিন্ন মসজিদে ইমামের দায়িত্বও পালন করছেন। Magura gift for Jail Presoner Pic 1

রূপক আইচ / মাগুরা /২ ফেব্রুয়ারী ২৩


Comments are Closed