Main Menu

মাগুরায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ

Magura Dhormio Sompriti Prosikkhon

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’এই নীতিকে উপজীব্য করে একটি উদার, অসাম্প্রদায়িক ও উন্নত দেশ গড়তে ধর্মীয় নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম পুরোহিতবৃন্দকে ধর্মের নামে উস্কানি ও মিথ্যাচার প্রতিরোধে ভূমিকা রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে। মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ থেকে আজ মঙ্গলবার এ আহবান জানান আয়োজকরা। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। ইসলামিক ফাউন্ডেশন মাগুরার উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ ক্ন্ডুু, সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুল লায়লা জলি, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন এ প্রকল্পের মিডিয়া কনসালটেন্ট আহমেদ সাগর ও সামাজিক সমস্টির জাহিদুল হক খান। প্রশিক্ষণ অনুষ্ঠানে শতাধিক বিভিন্ন ধর্মীয় নেতা, সামাজিক ব্যক্তিত্ব, রাজনীতিক ও সাংবাদিক অংশ নেন।
Magura Dhormio Sompriti Prosikkhon pic 2

রূপক,মাগুরা ,৩১ জানুয়ারী ২৩






Comments are Closed