Main Menu

রাউতড়া স্কুলে রাশিফা’র উদ্যোগে গুনিজন সম্মাননা

20230107_141652

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদর উপজেলার রাউতড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের (রাশিফা) উদ্যোগে শিক্ষা,খেলাধুলা, সাহিত্য,কৃষি, চিকিৎসা ও শিল্প-সংস্কৃতি এ ৬টি ক্যাটগরিতে ৮ গুনিজনসহ জিপিএ -৫ প্রাপ্ত ১৭ ছাত্রছাত্রীকে রাশিফা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারী ২৩) দিনব্যাপী রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজে এ সম্মাননা ক্রেস, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয় । ৬ ক্যাটগরিতে রাশিফা অ্যাওয়ার্ড পাওয়া ৮গুনি ব্যক্তি হলেন- শিক্ষায় (মরনোত্তর ) নুরুল হুদা, চিকিৎসায় ডা: আব্দুল মোতালেব, সাহিত্যে পেয়েছেন ২জন যথাক্রমে মো: রাখের আলী শিকদার ও অধ্যাপক মো: আতিয়ার রহমান, শিল্প-সংস্কৃতিতে( মরনোত্তর) চিত্রশিল্পী ও বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, খেলাধুলায় ( মরনোত্তর) মনিরুল ইসলাম ও কৃষিতে পেয়েছেন ২ জন যথাক্রমে মো: নাসির হোসেন ও মো: রবিউল ইসলাম । মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেন। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজ ইন্টিগ্রাল ফ্যামিলি (রাশিফা)’র সভাপতি অধ্যাপক মো: আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৫নং হাজরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, বর্তমান চেয়ারম্যান মো: কবির হোসেন ও হৃদয়নাথ পরিবারের সদস্য প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ । অনুষ্ঠান উদ্বোধক ছিলেন রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার ঘোষ । অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশিফার সাধারণ সম্পাদক অধ্যাপক মো: অহিদুল ইসলাম । এছাড়া, অনুষ্ঠানে রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৭ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট,সনদ ও স্কুল ব্যাগ প্রদান করা হয় । আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো: অহিদুল ইসলাম জানান,রাশিফা একটি মানবিক সামাজিক আন্দোলন মুলক সংগঠন । ২০১৯ সালে এটি প্রতিষ্ঠা করা হয় । এ সংগঠন বিগত ৩ বছরে প্রায় ২০টি সামাজিক অনুষ্ঠান বাস্তবায়ন করেছে । তারমধ্যে উল্লেখ্যযোগ্য-করোনায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারকে ২০২০ সালে খাদ্য সহায়তা প্রদান । তাছাড়া মেধাবী ও গরীব শিক্ষার্থীকেও সহায়তা করা হয় এ প্রতিষ্ঠান থেকে। তিনি আরো জানান, প্রতি ২ বছর পর পর হাজরাপুর ইউনিয়নের ১৪টি গ্রাম থেকে সাহিত্য,কৃষি,শিক্ষা,খেলাধুলা,চিকিৎসা ও শিল্প-সংস্কৃতি এ ৬টি ক্যাটগরিতে যারা অসামান্য অবদান রাখবে তাদেরকে আমরা “রাশিফা ” অ্যাওয়ার্ড প্রদান করবো । এ বছর প্রথমবারের মত এ অনুষ্ঠান সম্পন্ন হলো। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিকালে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । এ অনুষ্ঠানে সংগীত, নৃত্য,কবিতা পরিবেশন করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন ।

রূপক /মাগুরা /৮ জানুয়ারী ২৩






Comments are Closed