মাগুরায় বিজয় দিবসে সাড়ম্বর সাংস্কৃতিক সন্ধ্যা

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ‘ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত ব্যাপক আড়ম্বরের অনুষ্ঠানটি মাগুরার সংস্কৃতি অঙ্গনে আলোড়ন তুলেছে। এ উপলক্ষে মাগুরার নবাগত জেলা প্রশাসক সংস্কৃতিজন মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মশিউউদ্দৌলা রেজা পিপিএম , মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ কুণ্ডু, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহাদত হোসেন মাসুদ, মাগুরার সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ- উল- হাসানসহ অন্যরা। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে বাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরেন। পরে জেলা কালচারাল অফিসার অনুপ চ্যাটার্জির পরিকল্পনা ও নির্দেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের জেলা শিল্পকলা একাডেমী ও বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও মুকাভিনয় পরিবেশন করে।
দীর্ঘদিন পরে মাগুরায় একটি সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে দর্শকরা উচ্ছ্বসিত প্রশংসা করেন। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী নায়েব আলি, তারিফ-উল – হাসান, কাব্য শিকদার, শ্রাবণী মৈত্র, অদ্বিতীয়া আইচ তুলি, কৃষ্ণা শর্মা, সুস্মিতা বিশ্বাস। আবৃত্তি পরিবেশন করে কণ্ঠবিথী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও বিএম সুজন। জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক আপেল মাহমুদ ও অপরাজিতা ইয়াসমিন মৌসুমীর নির্দেশনা একাধিক নৃত্য পরিবেশন করে অর্ধশতাধিক নৃত্যশিল্পী । সবশেষে শেখ আল আমিনের পরিকল্পনা ও নির্দেশনায় জেলা উদীচীর মুক্তিযুদ্ধভিত্তিক মূকাভিনয় রক্তাক্ত সময় পরিবেশিত হয়।
শহরের জামরুলতলার বাসিন্দা সুলতানা রাজিয়া, পারনান্দুয়ালী এলাকার শহীদুর রহমান খোকন, রাউতারার নাহিদুর রহমানসহ একাধিক দর্শক জানান – দীর্ঘদিন পরে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান অডিটোরিয়ামে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম। যেখানে প্রত্যেক শিল্পী কলাকুশলী তাদের সর্বোচ্চ মেধা প্রয়োগ করে চমৎকার সব পরিবেশনা উপহার দিয়েছেন। এজন্য অবশ্যই শিল্পকলার কর্মকর্তাবৃন্দ ধন্যবাদ পাওয়ার যোগ্য।
জেলা কালচারাল অফিসার অনুপ চ্যাটার্জি জানান, মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ নিজে একজন সংস্কৃতি বোদ্ধা মানুষ। তার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। ফলে শিল্পীরা তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা ব্যবহার করতে পেরেছেন । শিল্প সংস্কৃতির অগ্রযাত্রার এ ধারাটিকে আমরা অব্যাহত রাখতে চাই। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক পত্নী কাবেরী মজুমদার সকল শিল্পী কলা কুশলীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন।
রূপক আইচ / মাগুরা
Comments are Closed