মাগুরায় গণ প্রকৌশল দিবস পালিত

বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
‘টেকসই উন্নয়ন- নবায়নযোগ্য জ্বালানি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ মঙ্গলবার আইডিইবি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস-২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের ভায়নার মোড় কার্যালয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহাবুবুর রহমান কিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানসহ অন্যরা। বক্তারা আগামী পৃথিবীর শক্তির আধার হিসেবে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে প্রকৌশল চর্চার মধ্য দিয়ে জনগণের মধ্যে আধুনিক জ্ঞান বিজ্ঞান ছড়িয়ে দেয়ার আহবান জানান। পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
মাগুরা / ৮ নভেম্বর ২২
Comments are Closed