Main Menu

সাংবাদিক ও সাহিত্যিক লিটন ঘোষের উপর সন্ত্রাসী হামলা; নিন্দা ও প্রতিবাদের ঝড়

IMG-20221103-WA0022

বিশেষ প্রতিনিধি, মাগুরা বার্তা
মাগুরায় মাদকের টাকা দিতে অস্বীকার করায়  সাংবাদিক ও সাহিত্যিক লিটন ঘোষ জয় এর উপর সন্ত্রাসী হামলা করেছে চিহ্নিত মাদকসেবী সন্ত্রাসী ও ছিনতাইকারীরা। বুধবার রাত ১১টার সময় শহরের  জামরুল তলা পূজা মন্দির থেকে কাত্যায়ন পূজার নিউজ কাভার করে বাড়িতে ফেরার পথে পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মাগুরার সাংবাদিক ও সাহিত্যিক সমাজ।
সাংবাদিক লিটন ঘোষ জানান, তাঁতী পাড়ার মৃত ধীরেন শিকদারের ছেলে, মাদক সেবী ও বিক্রেতা, ছিনতাইকারি এবং চাকরি দেওয়ার নামে প্রতারনা করা একাধিক মামলার আসামি সন্ত্রাসী রনি শিকদার ও তাঁতী পাড়ার অলোক দাশের ছেলে মাদকাসক্ত সন্ত্রাসী বাপ্পি দাসসহ বেশ কয়েকজন পশু হাসপাতালের সামনে থেকে পথ অবরোধ করে লিটনের উপর অতর্কিত হামলা করে। তিনি জানান, সন্ত্রাসী ও মাদক সেবী ওই গ্রুপটি বুধবার সন্ধায় তার ছোটভাই লিপন ঘোষ ও রনি কুরির কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় রাত এগারোটার দিকে রনি কুরির সাথে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসী রনি ও বাপ্পি সহ অপরিচিত বেশ কয়েকজন তাদের রাস্তা অবরোধ করে  এলোপাথাড়ি মারধর করে গুরুতরভাবে জখম করে। এ সময় তারা লিটনের কাছে থাকা মোটরসাইকেল, সোনার চেন, এবং মানিব্যাগে থাকা ১১ হাজার ৩ শ টাকা নিয়ে গেছে। তিনি সন্ত্রাসী রনি শিকদার ও বাপ্পী দাসের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। সেই সাথে প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এই ঘটনার সাথে আর কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ঘটনার খবর পেয়ে মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা লিটন ঘোষ জয়কে ফোন করেন এবং দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করেন। সেই সাথে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পুলিশ পাঠিয়ে তার খোঁজ খবর নেন।

মাগুরা জেলা আওয়ামী লীগের নেতা ও পৌর মেয়র খুরশীদ হায়দার বলেন, অত্যন্ত বিনয়ী ও ভালো ছেলে সাংবাদিক লিটন ঘোষ জয়। তার উপর এমন বর্বর হামলা সত্যি খুব দুঃখজনক। আমি সন্ত্রাসী ও মাদক বিক্রেতা রনি শিকদার ও বাপ্পি দাশের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান জানান, আমি ঘটনাটা জানতে পেরে রাতেই জয়কে ফোন করি এবং সকালে হাসপাতালে গিয়ে ওর চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। যত রকম সহযোগিতা দরকার আমার পক্ষ থেকে দেওয়া হবে। জয় একজন ভালো সাহিত্যিক, কবি এবং সাংবাদিক। ওর উপর যারা এমন জঘন্য হামলা করছে। তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিসহ এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে আরো তীব্র নিন্দা জানান, মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক হোসেন সিরাজ, রূপক আইচ, আবু বাসার আখন্দ, এম এ হাকিম, অলোক বোস, রাশেদ খান, শরিফ তেহরান টুটুল,কাজী আশিক, এস আলম তুহিন।
এছাড়াও  ঢাকা এবং দেশের নানা প্রান্ত থেকে  স্বনামধন্য অজস্র কবি সাহিত্য এবং সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের শাস্তির দাবি জানান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের ধরার চেষ্টা চলছে। আমাদের পুলিশের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

মাগুরা/ ৩ নভেম্বর ২২






Comments are Closed