Main Menu

মাগুরায় যুবলীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন

20221018_174405(0)

বিশেষ প্রতিনিধি , মাগুরা :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মাগুরায় আজ মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২২) সন্ধ্যায় আওয়ামী লীগের জামরুল তলা দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদ্‌যাপন করলো জেলা আওয়ামী যুবলীগ।

শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’ ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম। আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু এসব কথা বলেন।

যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আশাফুজ্জামান হিশাম, আনিচুর রহমান খোকনসহ অন্যরা।

এছাড়া আওয়ামী যুবলীগের নেতাকর্মীরাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাগুরা/১৮ অক্টোবর ২০২২






Comments are Closed