Main Menu

মাগুরায় ৯ দিনব্যাপী পুরোহিত সেবায়েত প্রশিক্ষণ

received_621853976231429

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইত দের দক্ষতা বৃদ্ধি করন কার্যক্রম (২য় পর্যায়) এর আওতায় ৯দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষন কর্মশালা মাগুরায় শুরু হয়েছে। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাগুরা শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফরিদপুর অঞ্চলের জুনিয়র কনসালটেন্ট সুমন চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শাহাদত হোসেন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বাসুদেব কুন্ডু, নান্দুয়ালি নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাধ্যক্ষ বাবাজি মহারাজ চিনময়ানন্দ দাস (চঞ্চল), জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, জেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক বাবলু ঠাকুরসহ অন্যরা। কানাইলাল কুন্ডুর পরিচালনায় প্রশিক্ষণের সার্বিক সাফল্য কামনা করে বক্তারা বলেন, পুরোহিত সেবায় তারা সমাজের গণ্যমান্য ব্যক্তি । received_828036198550059 সমাজের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা অনস্বীকার্য। এ কারণেই পুরোহিত সেবাইতদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মশালা থেকে তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন। সরকার সব শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে । প্রশিক্ষনে ২৫ জন পুরোহিত সেবাইত অংশগ্রহণ করছেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন সুমন চন্দ্র পাল ও শম্ভুনাথ মৈত্র।

রূপক, মাগুরা/ ১৯ সেপ্টেম্বর ২২






Comments are Closed