Main Menu

মাগুরায় ৫দফা দাবীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষকবন্ধন

Magura Human chain of Head Teacher

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় শতভাগ উৎসব বোনাস ও চাকরি জাতীয়করণসহ ৫দফা দাবীতে শিক্ষকবন্ধন করেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদ। আজ শুক্রবার ( ১১মার্চ) সকাল ১০টায় শহরের প্রেসক্লাব এর সামনে শিক্ষক বন্ধনে শিক্ষকবৃন্দ তাদের শতভাগ উৎসব ভাতা ও বাড়িভাড়া চালু করণ, বে সরকারি শিক্ষা ব্যবস্থা ও চাকরি জাতীয়করণ, সরকারি বিদ্যালয়ের মত সকল শিক্ষক কর্মচারির বেতনকোড পরিবর্তনপূর্বক বেতন বৈষম্য দূরিকরণ, সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছর নিঃশর্ত এমপিও ভূক্তিকরণ, বিদ্যালয়ের ম্যানেজিক কমিটিরসভাপতি সহ সকল সদস্যের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এ পাঁচটি দাবি তুলে ধরা হয়। এ সময় শিক্ষকবৃন্দ তাদের সাথে ঘটে যাওয়া বৈষম্য বিলোপের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। সংগঠনের আহবায়ক এটিএম আনিসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মিজানুর রহমান, সদর থানা সভাপতি বাবর আলী, মহম্মদপুর উপজেলার সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, ও শ্রীপুর উপজেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার ৭৭টি মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অংশগ্রহণ করেন।

রূপক / মাগুরা /১২ মার্চ ২২


Comments are Closed