বিশেষ প্রতিনিধি
মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির সভাপতি বাবু বাসুদেব কুন্ডু ও সাধারন সম্পাদক উজ্বল দত্তের নেতৃত্বে
আজ মঙ্গলবার রাতে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের অনান্য নেতৃবৃন্দসহ মহম্মদপুরের বিভিন্ন স্থানে নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন। সর্বশেষ মহম্মদপুর দয়াময়ী মন্দিরে মহা নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন জেলা নেতৃবৃন্দ। সন্ধ্যায় বিনোদপুর কালি মন্দির প্রাঙ্গনে নামযজ্ঞ পরির্দ শন শেষে নেতৃবৃন্দ রাজাপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে সা র্ বজনীন পূজা মন্দির পরিদর্ শণ করেন। সবশেষে মহম্মদপুরের ঐতিহ্যবাহী দয়াময়ীতলা মন্দির প্রাঙ্গনে মহানামযজ্ঞ পরিদর্ শণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব কুন্ডু, সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল কুমার দত্ত, যুগ্ম – সাধারণ সম্পাদক শংকর বিশ্বাস, দিলীপ সরকার, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পি, প্রচার সম্পাদক রূপক আইচ, দপ্তর সম্পাদক রিপন ঘোষ, সমাজ কল্যাণ সম্পাদক হিরা বসু,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দেব দুলাল শিকদার সান্টু, কার্যকরী সদস্য সুজন বসু, রনি কুরি, নির্মল সরকার, অখিল বিশ্বাস সহ অন্যরা। নেতৃবৃন্দ নামযজ্ঞের অনুষ্ঠান সমূহ পরিদর্ শণ করেন ও পূজামন্দিরগুলির বর্ মান অবস্থা নিয়ে এলাকাবাসির সাথে আলোচনা করেন।
মাগুরা/ ১৫ ফেব্রুয়ারী ২২