বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্য ১২টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে এ শপথ সম্পন্ন হয়। জেলা প্রশাসক ড. আশরাফুল আলম চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
এ উপলক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফাজউদ্দিন, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল ইসলাম প্রমুখ।
শপথ নেয়া নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন – রাঘবদাইড় ইউপি’র আশরাফুল আলম, চাউলিয়া ইউপি’র হাফিজার রহমান, মঘী ইউপি’র হাসনা হেনা, গোপালগ্রাম ইউপি’র নাসিরুল ইসলাম, আঠারখাদা ইউপি’র সঞ্জীবন বিশ্বাস, হাজীপুর ইউপি’র মোজাহারুল হক, কছুন্দি ইউপি’র আবুল কাশেম মোল্যা, হাজরাপুর ইউপি’র কবির হোসেন, জগদল ইউপি’র সৈয়দ রফিকুল ইসলাম, শত্রুজিৎপুর ইউপি’র ওসমান মল্লিক, বেরইল পলিতা ইউপি’র এম, এনামুল হক, কুচিয়ামোড়া ইউপি’র জাহিদুল ইসলাম। উল্লেখ্য, গত ১১ নভেম্বর সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যার মধ্যে বগিয়া ইউনিয়নের সীমানা নির্ধারনী মামলার কারণে হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত রয়েছে।

মাগুরা/ ২৩ ডিসেম্বর ২১