মাগুরায় শিল্পকলা একাডেমীর পরিবেশ থিয়েটার ‘রক্তাক্ত করোটি’ মঞ্চস্থ

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিবেশনায় গত শনিবার রাত ৮টায় মাগুরা পিটিআই স্কুল মাঠে বধ্যভূমির পাশে গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চস্থ হয়েছে। মাগুরা জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় কেন্দ্রীয় শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষকতায় শাহীন রেজা রাসেলের রচনা ও ধীমান চন্দ্র বর্মনের নির্দেশনায় ‘রক্তাক্ত করোটি’ নাটকের মূল ভাবনা ও পরিকল্পনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা-পরিচালক লিয়াকত আলী লাকি। মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভারচুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কে এম খালিদ এমপি, উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ কুন্ড সহ অন্যরা। নাটকে মাগুরার মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ, গৌরবময় ও নানা বিয়োগান্তক ইতিহাস তুলে ধরা হয়। দীর্ঘদিন পর এমন একটি অনবদ্য ও প্রাণবন্ত পরিবেশনা দেখতে পেয়ে উপস্থিত দর্শকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
রূপক /মাগুরা /১৯ ডিসেম্বর ২১
Comments are Closed