বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাটকিয় ভাবে রাতারাতি বদলে গেল নৌকার মাঝি। পূর্বঘোষিত আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম ফকির হঠাৎকরে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে খবর পাওয়া গেছে । শনিবার (৩০ অক্টোবর) রাতে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তৃতীয় দফা ঘোষিত তফসিলে আগামী ২৮ নভেম্বর মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নে ভোট হওয়ার কথা রয়েছে।
অ্যাড. আবদুল মান্নান আরও জানান, আবুল কালাম ফকির উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা। তিনি বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি নৌকা প্রতীকের মনোনয়ন পান। নির্বাচনের কাজ শুরুও করেন। এ অবস্থায় আবার অসুস্থ হয়ে পড়লে তিনি নির্বাচন করতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি তাঁকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার তাকে জানিয়েছেন। আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে এখানে নৌকা প্রতিক পেয়েছেন এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মিনা। এ বিষয়ে জানতে জানতে চাইলে আবুল কালাম ফকির, তার ছেলে রবিউল ইসলাম ফকির ও ইমরুল ফকিরের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি। মফিজুর রহমান মিনা ইতিমধ্যে নৌকা মার্কার পোষ্টার ছেপে ফেসবুকের মাধ্যমে তা বিভিন্ন জায়গায় ছড়িয়েও দিয়েছেন। রাতারাতি নৌকার মাঝি পরিবর্তনের ঘটনাকে শুধুমাত্র অসুস্থতা জনিত কারণ বলতে সন্দেহ করে অনেকেই রহস্যজনক বলে ফেসবুকে মন্তব্য করেছেন। এক্ষেত্রে দুই প্রার্থীর মধ্যে বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে বলে তারা মনে করেন। তৃতীয় ধাপে ঘোষিত তপসিলে মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর।

রূপক, মাগুরা , ৩১ অক্টোবর ২১