বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
লকডাউন সফল করতে মাগুরার বিভিন্ন এলাকায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দিনব্যাপী এসব অভিযান থেকে মানুষকে করোনা সংক্রামন রুখতে নিতান্ত প্রয়োজন না হলে বাইরে বের না হতে অনুরোধ জানানো হয়।
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান- প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, করোনায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। করোনা থেকে মানুষকে বাঁচাতে সরকারের নির্দেশে আমরা মাঠে আছি। মানুষ যদি মানুষের সংস্পর্শে না আসে তাহলে করোনা ছড়াতে পারবেনা। আর এজন্যেই লকডাউন। কিছুদিন কষ্ট করে যদি দীর্ঘমেয়াদে ভাল থাকা যায় তাহলে কিছুদিন কষ্ট করতেই হবে। একই সঙ্গে রমজানের প্রথমদিনে বাজার ও দ্রব্যমূল্য পরিদর্শন, স্বাস্থ্যবিধি অনুসরণ হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ, স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলার প্রতিটি উপজেলাতে এ অভিযান চলছে যা অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

রূপক/ মাগুরা/ ১৪ এপ্রিল ২০২১