বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা জেলা তথ্য অফিস কর্তৃক আজ বুধবার (২৪ মার্চ) সকালে আসাদুজ্জামান মিলনায়তনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের নিয়ে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এস.এম আব্দুর রহমান ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বিভিন্ন যুদ্ধের গল্প বলেন। 162891783_244467190706877_1666910350906149244_nমুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় নতুন প্রজন্মের শিশুদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একটা মিনিট নিরবতা পালন করা হয় এবং এরপর উপস্থিত মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নেয় শিশুরা। মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং কুইজ প্রতিযোগিতা করা হয়। শেষে কুইজের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

মাগুরা/ ২০২১