বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
জাহেদা বেগম স্বপ্নের বাড়ি পেলেন সরকারের মাননীয় সচিব ও  এলাকার কৃতি সন্তান কাজী রওশন আক্তারের কাছ থেকে। মুজিববর্ষে গৃহহীনদের মাঝে সরকারের সচিববৃন্দের গৃহ উপহার করর্মসূচীর আওতায় মাগুরার শ্রীপুর উপজেলার কল্যাণপুরে জাহেদা বেগমের ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে আজ রবিবার (৩ জানুয়ারী )। সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার কল্যাণপুর গ্রামে উপকারভোগী জাহেদা বেগমের আঙিনায় ঘর হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা মাগুরা জেলা প্রশাসক ড. মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কাজী রওশন আক্তার। বিশেষ অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আফাজউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও সচিব কাজী রওশন আক্তারের বড় ভাই মোঃ আশরাফুল ইসলাম, শ্রীপুরের সহকারি কমিশনার( ভূমি) মোছা হাসিনা মমতাজ ৷ শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীরের সঞ্চলনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীপুর  প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ অন্যরা । আলোচনা সভা ও ফিতা কাটা শেষে বিশেষ দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ঘর হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মাগুরার শ্রীপুর উপজেলার কল্যাণপুর গ্রামের কৃতিসন্তান কাজী রওশন আক্তার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ঘর তাঁরই নিজ গ্রামের বাড়ির প্রতিবেশী জাহেদা বেগমের ঘর করে দিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

 

মাগুরা/ ৩ জানুয়ারী ২০২০