মাগুরার কৃষি প্রযুক্তি মেলায় সেরা পুরস্কার পেল বাবুল এর ড্রীম মাশরুম সেন্টার

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় আজ শেষ হওয়া ৩দিনের কৃষি প্রযুক্তি মেলায় সেরা স্টলের সম্মান পেয়েছে মাগুরা সদরের বড়খড়ি গ্রামের ড্রিম মাশরুম সেন্টার। মেলার শুরু থেকেই ড্রিম মাশরুম সেন্টারের কর্ণধর গত বছর ২টি জাতীয় পুরস্কার প্রাপ্ত বাবুল আকতার তার স্টল থেকে মাশরুম উৎপাদন ও এর গুনাগুন বিষয়ক তথ্য প্রচার করে সবার নজর কাড়েন। 
মেলায় আগত দর্শনার্থীরা বাবুলের সাফল্য ও কৃষি প্রযুক্তি দেখে মুগ্ধ হন। অনেকেই মাশরুম চাষে উদ্বুদ্ধ হন। আর এরই স্বীকৃতি স্বরূপ মেলা কর্তৃপক্ষ বাবুলকে সেরা স্টলের পুরস্কার দেন। মেলার সমাপনি অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শ্রী বীরেন শিকদার এমপির হাত থেকে পুরস্কারের ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন বাবুল আকতার।
রূপক/মাগুরা/ ২৫ ফেব্রুয়ারী ১৯
বাংলাদেশের সর্ব প্রাচীণ সংবাদপত্র দৈনিক সংবদ পত্রিকা পড়তে এই লিংকে ক্লি করুন- http://epaper.thesangbad.net
« পৃথিবীতে এখন আমরা সম্মানিত দেশ- ড. শ্রী বীরেন শিকদার (Previous News)
(Next News) মাগুরা সদর উপজেলায় ৩ দিনব্যাপি কৃষি মেলা শুরু »
Comments are Closed