বিশেষ প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয় অর্জন করায় মালয়েশিয়ার রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক মাগুরার  সন্তান জনাব এম.রেজাউল করিম রেজার নির্দেশনায় সোমবার বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূতের কার্যালয়ে মালয়েশিয়া  আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদ বাদলের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।  চতুর্থ বারের মত  সরকার গঠনে দলের সভানেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রদূত এর মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন বার্তা  জানান।
এ সময় ফুলেল শুভেচ্ছা জানান ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম, ফাস্ট সেক্রেটারি শ্রম মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, পাসপোর্ট ও ভিসা উইং প্রধান মো. মশিউর রহমান তালুকদার, ফাস্ট সেক্রেটারি মো. মাসুদ হোসাইন, ফাস্ট সেক্রেটারি তাহমিনা ইয়াছমিন ও শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদকে।
রাষ্ট্রদূত বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে যাদের সক্রিয় সহযোগিতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক ও মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, হুমায়ুন কবির আমির, প্রদীপ কুমার বিশ্বাস, প্রকৌশলী মো. রাহাদউজ্জামান প্রমুখ।
রূপক/তাসিন/মাগুরা/৪ জানুয়ারী ১৮