বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সকল মসজিদে যথাযোগ্য মর্যাদায় বিশ্বনবী হজরত মোহাম্মদ (সঃ) এর জন্মদিন ঈদ-ই-মিলাদুন্নবী পালন করা হয়েছে। এ উপলক্ষে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে মিলাদ আলোচনাসভা, মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ভায়না আলিয়া মাদ্রাসা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এজি একাডেমী, মহম্মদপুরের বীরেন শিকদার স্কুল এন্ড কলেজ, আরএসকেএইচ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল ও কলেজে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের খবর পাওয়া গেছে।
অনুষ্ঠানগুলিতে বক্তারা বলেন- বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবি হযরত মোহাম্মদ (সঃ) কে এইদিনে পৃথিবীতে পাঠান আল্লাহপাক। তার হাত ধরে প্রতিষ্ঠিত পবিত্র ইসলাম ধর্ম বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে। ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই বলে বক্তারা জানান- যারা ইসলামের নামে সন্ত্রাস করে তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে মসজিদে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে।

মাগুরা/২১ নভেম্বর ১৮