অপূর্ব মিত্র,শ্রীপুর, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার ঐতিহ্যবাহি শ্রীপুর ডিগ্রি কলেজ মুক্তমঞ্চে আজ শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা কবি আমির হামজা রচিত ‘বাঘের থাবা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ড. এ.এইচ.এম. আক্তারুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্ল্যা নবুয়ত আলী, উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, বিশেষ বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লিটন বরণ শিকদার। স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কবিপুত্র মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক এম. তোরাব আলী, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার, সাংস্কৃতিক কর্মী সুমন শিকদার, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।

রূপক/মাগুরা/ ২০জানুয়ারী  ১৮