বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মঙ্গলবার সকালে সদরের বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমান।  এ সময় জেলা প্রশাসক স্কুলটিকে ডিজিটাল স্কুল হিসেবে ঘোষণা দেন।
জেলা প্রশাসক আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই স্কুলের নেয়া কিছু ডিজিটালাইজেশনের কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া হাতে কলমে দেখেন। এর মধ্যে দ্রুততম সময়ের মধ্যে খাতা মূল্যায়নের মাধ্যমে রেজাল্ট শীট তৈরী, এসএমএস এর মাধ্যমে স্কুলের অভিভাবকদের কাছে পরিক্ষার ফলাফল জানানো, শিক্ষার্থীদের জিপিএ ভিত্তিক প্রগতিপত্র, অনলাইনে এ্যাডমিট কার্ড, সিটপ্লান, আইডি কার্ড, অনলাইনে উপস্থিতি-অনুপস্থিতি হিসাব রাখা, অনুপস্থিত শিক্ষার্থীর গার্জিয়ানকে এসএমএস এর মাধ্যমে অবহিত করা, প্রত্যেক শিক্ষার্থীর অগ্রগতি অবনতি ওয়েব পোর্টালে আপডেট করা। যার মাধ্যমে অভিভাবকরা বিশেষ পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে তাদের সন্তানের লেখাপড়ার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে পারবেন। তৃণমূলের একটি স্কুলের এ ধরনের ডিজিটাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক।   Magura Disital School Pic 2
স্কুলের সভাপতি মো: আবুল কাশেম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: মোকছেদুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস ও স্কুলের প্রধান শিক্ষক ইমাম হোসেন মো: ফরহাদ।
এ সময় জেলা প্রশাসক স্কুলটিকে ডিজিটাল স্কুল হিসেবে ঘোষণা দিয়ে এর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

মাগুরা /৩১ অক্টোবর ১৭