বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
সাহিত্যিক ও সাংবাদিক রণজিৎ সরকার। নিয়মিত গল্প উপন্যাস লিখে যাচ্ছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা গল্প- উপন্যাস মিলিয়ে ৩২ টি। এবারের বইমেলায় রণজিৎ সরকারের শিশু ও কিশোরদের জন্য চারটি ও বড়দের একটি, মোট পাঁচটি বই এসেছে। এর মধ্যে জাতীয় চার নেতার জীবনের উপর লেখা গল্প। বইটার নাম ‘গল্পে গল্পে জাতীয় চার নেতা’। বইটা প্রকাশ করেছে শব্দশৈলী। রূপপ্রকাশন থেকে এসেছে একটি কিশোর উপন্যাস ‘ফার্স্ট গার্লের সেলফি কা-’। উপন্যাসের কাহিনি সেলফি নিয়ে। ‘সুম্মিতা নিয়মিত স্কুলে যায়’ শিক্ষামূলক গল্পের বই। বইটি প্রকাশ করেছে শিশুরাজ্য প্রকাশন। বাবুই থেকে এসেছে ভ্রমণভিত্তিক গল্পের বই ‘পরীর সাথে দেশ ঘুরি’। বড়দের জন্য এসেছে রোমান্টিক প্রেমের উপন্যাস ‘ক্যাম্পাসের প্রিয়তমা’। বইটি প্রকাশ করছে শব্দশৈলী।
বইমেলা ছাড়াও ঘরে বসে বইগুলো পেতে চাইলে যোগাযোগ করুন এই ঠিকানায় www.rokomari.com ফোন নম্বর ০১৫১৯৫২১৯৭১- এবং ১৬২৯৭-এই নম্বরে।

আনোয়ার হোসেন শাহীন/মাগুরা/ ১২ ফেব্রুয়ারী ১৭