শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তার প্রশিক্ষণ কক্ষে বুধবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপি ফলিত পুষ্ঠি বিষয়ে প্রশিক্ষণ।
‘সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশিচতকরণ প্রকল্প বারটান অংগের অধীন’ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাস্তবায়নে শ্রীপুর উপজেলা কৃষি অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা কৃষি অফিসার মোঃ আতিকুল ইসলাম সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহফুজ আলী ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোজাম্মেল হক। প্রশিক্ষণে উপসহকারি কৃষি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইমাম ও এনজিও প্রতিনিধিসহ ৩০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

 

শ্রীপুর/ মাগুরা/ ৩ মে ১৭