বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
জাগরণী চক্র ফাউন্ডেশন,  ইউএসএইড এর আর্থিক সহায়তায় ও সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় বর্তমানে ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিড প্রকল্প  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম-৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পঠন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে।
প্রকল্পভূক্ত বিদ্যালয় সমূহের ১ম থেকে ৩য় শ্রেণির সকল শিশুদের কমিউনিটি রিডিং ক্যাম্পের মাধ্যমে বাংলা বিষয়ে শিশুদের সাবলীল পাঠক তৈরির লক্ষে গত ১১ ও ১২ ডিসেম্বর কমিউনিটি রিডিং ক্যাম্পের  ভলেনটিয়ারদের মহম্মদপুর রিড প্রকল্প অফিসে ২ ব্যাচে একদিন ব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণের আয়োজন করে । উক্ত প্রশিক্ষণের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন মহম্মদপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: মোশাররফ হোসেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারী ভলেনটিয়ারদের রিড কার্যক্রম পরিচালনা করতে কোন সমস্যা হচ্ছে কিনা বা কোন সহযোগিতা লাগবে কিনা সে বিষয়ে খোজ খবর নেন। প্রশিক্ষণে ব্যবহারিত ডিকোডেবল বা পড়তে শেখার বই শিশুদের কিভাবে পড়তে শেখায় সহযোগিতা করে সে বিষয়ে অবগত হন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়তে শেখানোর জন্য রিড প্রকল্পের উদ্দ্যেগের ভূয়সী প্রশংসা করেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: মোশাররফ হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার মো: কামাল হোসেন ও বারফত তানজির। সার্বিকভাবে কার্যক্রম সম্পর্কে অবহিত করেন অফিস ইনচার্য মো: শাহীন মৃধা।