বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সদর উপজেলার বুলুগ্রামে তারা ব্রিকস নামে একটি ইটভাটার মালিককে  নগদ দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্র্যামমান আদালত।
আজ (২৮ ডিসেম্ববর) বুধবার দুপুরে ভ্র্যামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগুরা সদর এসিল্যান্ড মৌসুমি জেরিন কান্তা এ আদেশ দেন।
মৌসুমি জেরিন কান্তা বলেন, জেলা প্রশাসনের অনুমতি ব্যতিরেখে অবৈধভাবে ভাটা স্থাপন করে কাঠ পোড়ানোর অপরাধে ইটভাটা আইনের ২০১৩/৪ ধারা ও ৬ ধারায় ভাটা মালিক মুক্ত রহমানকে  দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে চিমনী ভেঙ্গে ও কাঁচা ইট নষ্ট করে ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

মাগুরা/ ২৭ ডিসেম্বর ১৭