স্টাফ রিপোর্টার
বিপুল উৎসাহ-উদ্দীপনা আর জাকজমকপূর্ন পরিবেশে আজ সকালে মাগুরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ উপলক্ষে তিনদিন ব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।
সকাল ১১টায় জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমানের নেতৃত্বে মেলা উপলক্ষে শহরে বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উদ্যোক্তা সংগঠনের কয়েকশত সদস্য র্যালীতে অংশ নেন । র্যালী শেষে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিনদিনের মেলার সুচনা করেন জেলা প্রশাসক।
এরপর জেলা কালক্টরেট ভবন চত্বরে আয়োজিত মেলার উদ্ধোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহ: মাহবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, উপজেলা চেয়ারম্যান মো: রুস্তম আলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রপকল্প-২০২১ এর মাধ্যমে একটি মধ্যম আয়ের দেশ ও রুপকল্প-২০৪১ এর মাধ্যমে একটি উন্নত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম মাধ্যম হিসেবে তথ্য-প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বল্পমূল্যে, দ্রুত দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সাথে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এবং সকল স্তরে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রসারের লক্ষে মাগুরা জেলা প্রশাসন ২০১১ সাল থেকে ধারাবাহিকভাবে জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করে আসছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, জেলার বিভিন্ন আইসিটি বিষয়ক কার্যক্রমের পাশপাশি জেলা প্রশাসন স্ব-উদ্যোগে ৪ আগস্ট ২০১৫ সাল থেকে ১৭টি কম্পিউটার নিয়ে একটি কম্পিউটার ল্যাব স্থাপন করছে। যেখানে ইতিমধ্যে প্রথম ব্যাচে ১৬জন শিক্ষার্থীর প্রশিক্ষন শেষ হয়েছে। বর্তমানে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ চলছে।
ডিজিটাল মেলায় প্রায় অর্ধশতাধিক প্যাভিলিন দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এবারই মেলায় প্রথমবারের মত অনলাইনে মাগুরার সাংবাদিক রূপক আইচের সম্পাদনায় মাগুরা বার্তা২৪ ডট কমের স্টল থেকে মেলায় আগতদের অনলাইন পত্রিকা সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করা হচ্ছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে আগামি ২৭ জানুয়ারী পর্যন্ত।
https://www.youtube.com/watch?v=Asu9ckicfKg&feature=youtu.be